ঢাকা প্রিমিয়ার লীগ

এখনও পারিশ্রমিক পাননি কাপালিরা!

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 13:54 রবিবার, 19 আগস্ট, 2018

||ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট||

দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল)। দেশের ক্রিকেটের পাইপ লাইন সমৃদ্ধ করার জন্য এই টুর্নামেন্টটির গুরুত্ব অপরিসীম। 

কিন্তু অতীব দুঃখের বিষয় হল ডিপিএলের অনেক ক্লাবের বিরুদ্ধেই রয়েছে চরম অনিয়মের অভিযোগ। বিশেষ করে ক্রিকেটারদের বেতন ভাতা আটকে রাখা নিয়েই সবথেকে বেশি সমালোচিত হতে হয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্রের মতো দলগুলোকে।

এবার পারিশ্রমিক আটকে রাখার অভিযোগ উঠেছে ডিপিএলের দল ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধেও। চলতি বছরের এপ্রিলেই শেষ হয়েছে ডিপিএলের সর্বশেষ আসর। কিন্তু এখনও ক্রিকেটারদের পারিশ্রমিকের পুরো অর্থ পরিশোধ করেনি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবটি। জানা গেছে এখনও ২৫ ভাগ অর্থ দলটির কাছে পাওনা রয়েছে ক্রিকেটারদের।   

গত রোজার ঈদের আগে শতভাগ পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা রাখেনি ব্রাদার্স ইউনিয়ন কর্তৃপক্ষ। এই ব্যাপারে বিসিবির কাছে অভিযোগ করতে এসেছিলেন দলটির অধিনায়ক অলোক কাপালি। 

গণমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই ক্রিকেটার নিজের ক্ষোভই ঝেড়েছেন। কুরবানি ইদের আগে শেষ কর্মদিবসেও পারিশ্রমিক না পাওয়ায় বেশ হতাশ তিনি। এই প্রসঙ্গে কাপালি বলেছেন, 

'সাধারণত লীগ শেষ হওয়ার এক মাসের মধ্যে আমাদের স্যালারি দিয়ে দেওয়া হয়। আমরা সেভাবেই যোগাযোগ করেছি ব্রাদার্স ইউনিয়নের সাথে, শেষে বলেছিল রোজার ইদের আগে দিবে। ইদের আগে একটা তারিখ দিতে বলেছিলাম। এরপরে তো ইদ শেষ হয়ে গেল। এরপরে আর তারিখ দেয়নি কেউ। তারপরে আবার ওরা বলেছে কোরবানি ইদের আগে স্যালারি দিবে। কিন্তু আজকে শেষ কর্মদিবস। আজকেও ওদের কোন খোঁজ নেই।'

ব্রাদার্সের এরূপ আচরণের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাথে যোগাযোগ করেছেন কাপালিরা। কিন্তু তারাও জানিয়েছে সেপ্টেম্বরের আগে অর্থ পাচ্ছেন না ক্রিকেটাররা। প্লেয়ার বাই চয়েজে দল নির্বাচনের পরও এই ঝামেলাতে পড়ার কারণে যথেষ্ট হতাশ কাপালি। তাঁর ভাষায়, 

'তারপর বাধ্য হয়ে আমরা কোয়াবের সঙ্গে যোগাযোগ করি। এখন ওরা বলছে সেপ্টেম্বর মাসে আমাদের স্যালারি দিবে। কিন্তু একটা বিষয় কি, আমরা প্লেয়ার বাই চয়েসে খেলছি এই ধরণের ঝামেলা না হওয়ার জন্য। কিন্তু তারপরেও ঝামেলা হচ্ছে আমাদের।'

ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) থেকে প্রাপ্ত অর্থ দিয়েই অনেক ক্রিকেটারের পরিবার চলে। কিন্তু সেই অর্থও ঠিক মতো পাচ্ছেন না তারা। ফলে নিদারুণ সমস্যায় পড়তে হয় তাদের। কিন্তু এই ব্যাপারটিই বুঝতে চাইছে না ক্লাবগুলো। এই কারণে প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিকেই দুষেছেন কাপালি। তাঁর বক্তব্য, 

'তিন মাস ধরে এখানে আসা যাওয়া করছি। আর দলের সবাই তো একসাথে নেই। কেউ ঢাকায়, কেউ সিলেটে; তো একসাথে সবাইকে পাওয়া কঠিন। তো এখন প্লেয়ার বাই চয়েস আমাদের জন্য ভাল হবে কিনা এটা নিয়ে আবারো চিন্তা করতে হবে। কেননা আমাদের সবার পরিবার চলে প্রিমিয়ার লিগের টাকায়। সবাই তো আর বিপিএল খেলে না।'

জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার দাবি জানিয়েছেন যেন ক্রিকেট বোর্ড এই ইস্যুতে হস্তক্ষেপ করে তাদের পাওয়া অর্থ সঠিক সময়ে বুঝিয়ে দেয়। বিসিবির কাছে কাপালি আবেদন করে বলেছেন, 

'অনেকে প্রিমিয়ার লীগ, এনসিএল, বিসিএলে খেলে; এমনকি বিসিএলেও সবাই খেলে না। তাই এই প্রিমিয়ার লীগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে সব কিছু মেনেও সময়মত স্যালারি না পাওয়া দুঃখজনক। আমাদের যেভাবে বলছে ওইভাবেই আমরা শুনছি। ক্রিকেট বোর্ডের কাছে আমাদের চাওয়া যে সময় ওরা আমাদের দিয়েছে, সেই সময়ের মধ্যে যেন টাকা দিয়ে দেয়। ২৫% বাকি আমাদের সবার।'