সিপিএল ২০১৮

হেটমায়ারের কাছেই হারল রাসেলের জ্যামাইকা

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 10:28 রবিবার, 19 আগস্ট, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে এখন পর্যন্ত প্রায় সবকয়টি ম্যাচই হয়েছে হাই স্কোরিং। সেন্ট লুসিয়া স্টার্স এবং বার্বাডোজ ট্রাইডেন্টসের মধ্যকার দশম ম্যাচটিতেও শুরুতে ব্যাটিং করে ২০ ওভারে ২২৬ রান করেছিল সেন্ট লুসিয়া। জবাবে ১৮৮ রানে থামে ট্রাইডেন্টসরা।

এবার তারই ধারাবাহিকতায় ১১তম ম্যাচটিও হয়েছে হাই স্কোরিং। যদিও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং জ্যামাইকা তালাওয়াসের মধ্যকার ম্যাচটিতে এক পক্ষই বড় স্কোর গড়তে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০৯ রানের বিশাল সংগ্রহ দাঁড়া করিয়েছিল গায়ানা।

জবাবে ১৬.২ ওভারে মাত্র ১৩৮ রানে অলআউট হয়ে গিয়েছে জ্যামাইকা। ফলে ৭১ রানের বিশাল এক জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় শোয়েব মালিকের নেতৃত্বাধীন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এই নিয়ে চার ম্যাচের ৩টিতেই জয়ের দেখা পেল দলটি। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষেও অবস্থান করছে তারা। 

ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক ক্রিকেট স্টেডিয়ামে এদিন গায়ানার জয়ের মূল ভিত গড়ে দিয়েছিলেন ২১ বছর বয়সী তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান শিমরন হেটমায়ার এবং অধিনায়ক শোয়েব মালিক। ৫টি ছয় এবং ১১টি চারের সাহায্যে মাত্র ৪৯ বলে নিজের অভিষেক সেঞ্চুরি তুলে নেন হেটমায়ার। আর মালিক খেলেন ৩৩ বলে ৫০ রানের আরেকটি অনবদ্য ইনিংস। যেখানে ছিল ৪টি ছয় এবং ১টি চার। 

এই দুই ব্যাটসম্যানে তান্ডবেই জ্যামাইকার সামনে ২১০ রানের পাহাড়সম এক লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয় গায়ানা।  জ্যামাইকার পক্ষে ২টি করে উইকেট শিকার করেছেন ক্রিসমার সান্টোকি, আন্দ্রে রাসেল এবং ওশানে থমাস। 

তবে বড় লক্ষ্য তাড়া করার ক্ষেত্রে যেভাবে ব্যাটিং করার দরকার ছিল তার ছিটেফোঁটাও দেখা যায়নি জ্যামাইকার ব্যাটসম্যানদের মাঝে। বরং যত দ্রুত সম্ভব সাজঘরে ফেরার জন্য যেন উন্মুখ হয়ে ছিলেন তারা। অন্তত ১৩৮ রানে অলআউট হওয়া সেটাই যেন চাক্ষুষ প্রমাণ দিচ্ছে।

দলটির পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করতে পেরেছেন ওপেনার গ্লেন ফিলিপস। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান এসেছে কিউই রিক্রুট রস টেইলরের ব্যাট থেকে। বাদবাকি ব্যাটসম্যানদের আর কেউই তেমন বলার মত রান করতে পারেননি। 

অবশ্য জ্যামাইকাকে এভাবে ধ্বসিয়ে দেয়ার পেছনে কৃতিত্ব কম ছিল না গায়ানার বোলারদেরও। বিশেষ করে দুই স্পিনার ক্রিস গ্রিন এবং ইমরান তাহির দারুণ বোলিং করেছেন। ৪ ওভারে ২৬ রান খরচায় ২ উইকেট শিকার করেছে প্রোটিয়া স্পিনার তাহির। আর অজি স্পিনার গ্রিনও পেয়েছেন ১৯ রানে ২টি উইকেট।

এছাড়াও কিমো পল, দেবেন্দ্র বিশু এবং রায়াদ এমরিট নিয়েছেন ১টি করে উইকেট। বাকি সবগুলো হয়েছে রান আউট।  ৪৯ বলে ১০০ রানের ঝড়ো ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন গায়ানার তরুণ ব্যাটসম্যান শিমরন হেটমায়ার। 

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স একাদশ-

চ্যাডউইক ওয়ালটন, লুক রঞ্চি (উইকেট রক্ষক), শিমরন হেটমায়ার, শোয়েব মালিক (অধিনায়ক), শিরফানে রাদারফোর্ড, জ্যাসন মোহাম্মদ, ক্রিস গ্রিন, কিমো পল, রায়াদ এমরিট, ইমরান তাহির, দেবেন্দ্র বিশু।

জ্যামাইকা তালাওয়াস একাদশ- 

কেনার লুইস, গ্লেন ফিলিপস (উইকেটরক্ষক), রস টেইলর, ডেভিড মিলার, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, ক্রিসমার সান্টোকি, অ্যাডাম জাম্পা, স্যামুয়েল বদ্রি, ওশানে থমাস।

সংক্ষিপ্ত স্কোর- 

টস- গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স (ব্যাটিং) 

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ২০৯/৭ (২০ ওভার) (হেটমায়ার- ১০০, মালিক- ৫০) (রাসেল- ২/৩১, থমাস- ২/৩২)

জ্যামাইকা তালাওয়াস- ১৩৮ (অলআউট, ১৬.২ ওভার) (ফিলিপস-৪৩, টেইলর- ৩০) ( গ্রিন-২/১৯, তাহির-২/২৬) 

ফলাফল- গায়ানা ৭১ রানে বিজয়ী

ম্যাচ সেরা- শিমরন হেটমায়ার