এশিয়া কাপ ২০১৮

আল-আমিনের অভাব ঘুচাবেন কে?

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 09:09 রবিবার, 19 আগস্ট, 2018

||ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট||

আরও একবার এশিয়া কাপের মঞ্চে নিজেদেরকে প্রমাণ করতে প্রস্তুত বাংলাদেশ দল। এশিয়াদের সেরা হওয়ার এই লড়াইয়ে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য দুইবার রানার্স আপ হওয়া।

প্রথম ২০১২ সালে পাকিস্তানের কাছে হারতে হয় বাংলাদেশকে। আর এরপরের বারে সর্বশেষ এশিয়া কাপে ভারতের কাছে স্বপ্নভঙ্গ হয় টাইগারদের। মাঝে ২০১৪ সালের এশিয়া কাপে টাইগাররা ফাইনালে উঠতে পারেনি।

তবে ২০১৪ এবং ২০১৬ সালের এশিয়া কাপে বাংলাদেশ দলের অন্যতম সদস্য ছিলেন টাইগার পেসার আল আমিন হোসেন। কিন্তু দুই বছর পর আবারো এই এশিয়া কাপের আসরের জন্য টাইগারদের প্রাথমিক স্কোয়াডেও নেই তিনি।

এশিয়া কাপে পেসারদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার কাপ্তান মাশরাফি বিন মর্তোজা। আর তার পরই অবস্থান আল আমিনের। ২০১৪ এশিয়া কাপে ৫ ম্যাচে নিয়েছিলেন ৯ উইকেট।

আর পরের বার দুই ম্যাচ খেলার সুযোগ পেয়ে নিয়েছেন ৪ উইকেট। মোট ১৩ উইকেট নিয়ে আলো ছড়ানো এই পেসার বাংলাদেশ দলের বাইরে আছেন প্রায় ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকেই।

দল থেকে বাদ পড়ে আপ্রাণ চেষ্টা করেছেন ফেরার। কিন্তু ভাগ্য সহায় হয়নি তার, এমনকি 'এ' দলের সঙ্গেও নেই ২৮ বছর বয়সী এই ডানহাতি পেসার। তবে চলতি বছর তার জায়গা হয়েছে এইচপি দলে।

এক সময় জাতীয় দলে বোলিং বিভাগের দায়িত্বভার সামাল দেয়া ক্রিকেটার দলে জায়গা করে নিতে বর্তমানে পুরোদমে অনুশীলন করছেন।

এদিকে প্রাথমিক স্কোয়াডে থাকা রুবেল-মুস্তাফিজরা দলের হয়ে খেলছেন দীর্ঘ সময় ধরে। কিন্তু দুঃখের বিষয় এশিয়া কাপে তাদের পারফর্মেন্স হার মেনে যায় আল আমিনের পারফর্মেন্সের কাছে।