ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজ

সিরিজে প্রথমবারের মতো তিনশ ভারতের

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 23:41 শনিবার, 18 আগস্ট, 2018

অধিনায়ক বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানের ব্যাটে ইংল্যান্ডের মাটিতে চলতি টেস্ট সিরিজে প্রথমবারের মতো তিনশ অতিক্রম করল ভারত। নটিংহামে এই দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি মিসের দিনে ভাল অবস্থানে আছে সফরকারীরা।

ম্যাচের প্রথম দিনশেষে তাদের সংগ্রহ ছয় উইকেটে ৩০৭ রান। সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে তাই জয়ের বিকল্প নেই কোহলিদের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলে ভারত।

যদিও দলীয় ৬০ থেকে ৮২ রানের মধ্যেই তিনটি উইকেট হারায় তারা। দুই ওপেনার শিখর ধাওয়ান (৩৫) ও লোকেশ রাহুলকে (২৩) দলীয় ৬৫ রানের মধ্যেই সাজঘরের পথ দেখান ক্রিস ওকস।

তিন নম্বরে নেমে চেতেশ্বর পূজারা কিছুটা থিতু হওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু ৩১ বলে ১৪ রান করা পূজারাকেও ফিরিয়ে দেন ওকস। এরপরে হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে।

তাদের ১৫৯ রানের জুটিতেই নতুন করে পথ দেখে ভারত। স্টুয়ার্ট ব্রডের পেসে (দলীয় ২৪১ রানে) বিদায় নিয়েছেন ১২ টি চারে ৮১ রান করা রাহানে। এরপরে ৯৭ রানে ফিরেছেন কোহলিও।

মাত্র তিন রানের জন্য ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি। ১১ টি চারে ইনিংস সাজানো কোহলিকে ফিরিয়েছেন ইংলিশ স্পিনার আদিল রাশিদ। দিনের খেলা যখন তিন ওভার বাকী তখন জেমস অ্যান্ডারসনের কাছে উইকেট বিলিয়ে দেন হার্ডিক পান্ডিয়া (১৮)।

এরপরেই প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন দুই আম্পায়ার। ভারতের উইকেট পাহারায় আছেন অভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পান্ত (২২*)। ইংলিশ বোলারদের মধ্যে তিনটি উইকেট নিয়েছেন ওকস।