বিপিএল

চিটাগাংয়ের ব্যর্থতা তুলে আনল সেন্ট লুসিয়া

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 23:38 শনিবার, 18 আগস্ট, 2018

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) প্রথম দুই আসরে চিটাগাং কিংস নামে অংশগ্রহণ করেছিল চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি। তবে, দ্বিতীয় আসরের পরই এই দলটির মালিকানা পরিবর্তন হয়। নামেও আসে পরিবর্তন।

তৃতীয় আসরে তারা মাঠে নামে চিটাগাং ভাকিংস নামে। নিজদের প্রথম আসরে এলিমিনেটর থেকেই বাদ পড়ে গিয়েছিল দলটি। তারপর বিপিএলের চতুর্থ আসরেও নিজেদের প্রমাণ করতে পারেনি তারা।

গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যায় সেবার। দলের ব্যর্থতার মূল কারণ ছিল ব্যাটসম্যানদের ধীর গতির ব্যাটিং। বিপিএলের দুই আসর মিলিয়ে দলটি মোট ৩৪ টি ম্যাচে মাঠে নেমেছে চট্টগ্রামের এই দলটি। তারা মোটে জয় পেয়েছে ১১ টি ম্যাচে।

তাদের জয়ের হার শতকরা ৩২.৩৫ শতাংশ। বিশ্ব জুড়ে চলা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর পারফরমেন্স যাচাই করলে দেখা যায় শতকরা জয়ের হিসেবে তাদের অবস্থান ৫ নম্বরে। এই তালিকায় সবার উপরে আছে আইপিএলের দল পুনে ওয়ারিয়র্স।

তারা মোট ৪৬ টি ম্যাচ খেললেও জয়ের দেখা পেয়েছে মাত্র ১২ ম্যাচে। শতকরা ২৬.৬৫ শতাংশ জয় পেয়েছে তারা। এর পরেই দ্বিতীয় স্থানে আছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের দল সেন্ট লুসিয়া। ৫২ ম্যাচে তাদের জয় ১৫ টি ম্যাচে।

তাদের জয়ের হার ৩০ ভাগ। পিএসএলের দল লাহোর কালান্দার্স ২৬ ম্যাচে ৭ জয় পেয়েছে। তাদের জয় শতকরা ৩০.৭৬ ভাগ। চার নম্বরে রয়েছে বিগ ব্যাশের দল সিডনী থান্ডার্স। তারা ৫৯ ম্যাচে ১৮ জয় পেয়েছে। তারা জয় পেয়েছে ৩১.০৩ শতাংশ।

এরপর পাঁচ নম্বরেই চিটাগাং ভাইকিংস। মূলত ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) চলতি আসরে সেন্ট লুসিয়ার ব্যর্থতার কারণেই উঠে এসেছে চিটাগাং ভাইকিংসের ব্যর্থতার গল্প। সেন্ট লুসিয়া চলতি আসরে ৫ ম্যাচ খেলে এখন পর্যন্ত মাত্র ১ টি ম্যাচে জয় পেয়েছে।