আয়ারল্যান্ড সফর

সঠিক পথে ফিরছেন সাইফউদ্দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:13 শনিবার, 18 আগস্ট, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ঘরের মাঠে শ্রীলঙ্কা 'এ' দলের সিরিজে ইনজুরির কারনে নিয়মিত ছিলেন না অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। চট্রগ্রামে একটি চার দিনের ম্যাচ খেলেই ঢাকায় ফিরতে হয় তাকে।

তবে ইনজুরি থেকে ফিরেই ছন্দ খুঁজে পান এই অলরাউন্ডার। আয়ারল্যান্ডে 'এ' দলের হয়ে ইনজুরি মুক্ত থেকেই খেলেছেন তিনটি টি-টুয়েন্টি ও চারটি ওয়ানডে ম্যাচ।

নিয়মিত উইকেটের দেখা পেয়েছেন তিনি। চার ম্যাচে ছয় উইকেট নিয়েছেন তিনি। তবে নিজের সেরা পারফর্মেন্সটা দিয়েছেন তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে।

তিন ম্যাচ মিলে দুর্দান্ত ধারাবাহিকতায় উইকেট নিয়েছেন সর্বমোট নয়টি। একই সাথে মিতব্যয়ী বোলিং করেছেন তিনি। প্রথম ম্যাচে চার ওভারে ২১ রান খরচায় দুই উইকেট নিয়েছেন তিনি।

পরের দুই ম্যাচে বাকি বোলাররা খরুচে বোলিং করলেও ব্যতিক্রম ছিলেন সাইফউদ্দিন। আইরিশরা ২০২ রান করলেও নিজের চার ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছে সাইফের বোলিং। আইরিশরা ১৮৪ রান করলেও মাত্র ২৮ রানে চার উইকেট নিয়েছেন সাইফউদ্দিন, যা তার টি-টুয়েন্টি ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার।

এর আগে ১২ রানে তিন উইকেট ছিল সাইফউদ্দিনের সেরা বোলিং ফিগার। আশা করা যায়, দেশের হয়ে তিনটি ওয়ানডে ও ছয়টি টি-টুয়েন্টি খেলা সাইফউদ্দিন 'এ' দলের পারফর্মেন্স দিয়ে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন।