আশরাফুলের ফেরা

আশরাফুল ইস্যুতে বোমা ফাটালেন নান্নু

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 14:37 রবিবার, 12 আগস্ট, 2018

সবধরণের ক্রিকেট থেকে মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞা উঠছে ১৩ই অগাস্ট। এরপর আর তাঁর জাতীয় দলের হয়ে খেলতে বাঁধা থাকছে না। তবে নিষেধাজ্ঞা উঠে গেলেও সাবেক এই টাইগার অধিনায়কের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা যে এখনই হচ্ছে না সেটি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 

জাতীয় দলে দীর্ঘ দিন থেকে অনুপস্থিত থাকার দরুন আশরাফুলকে ঘরোয়া ক্রিকেটের সকল ফরম্যাটে খেলতে হবে বলে জানিয়েছেন তিনি। আশরাফুলের ফিটনেস আন্তর্জাতিক পর্যায়ের আছে কিনা সেটিও দেখা প্রয়োজন। তবে আশরাফুলকে যে এখনই বিবেচনায় আনা হচ্ছে না তারও ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক। এই প্রসঙ্গে নান্নু বলেছেন,

'সে (আশরাফুল) অনেক ধরেই আন্তর্জাতিক পর্যায়ে নেই। সুতরাং ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটে তাকে খেলতে হবে। ওর ফিটনেস আন্তর্জাতিক পর্যায়ের জন্য ঠিক আছে কিনা, সেটা দেখতে হবে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সব ফরম্যাটে খেলুক, তারপর এক বছর যাওয়ার পর বুঝতে পারব তার ফিটনেস কোন লেভেলে আছে। তাঁকে কোন ফরম্যাটের জন্য আমরা চিন্তা করব সেটা আমাদের দেখতে হবে। আমরা এখন তেমন কোন চিন্তা করছি না। তারপরও সামনে ঘরোয়া মৌসুমটা আমরা দেখব, তারপর চিন্তা করব।'

এরপরেই অবশ্য বোমা ফাটিয়েছেন নান্নু। ফর্ম থাকলে বয়স কোন বিষয় নয় বলে উল্লেখ করলেও আশরাফুলের যে জাতীয় দলে এখনই জায়গা হচ্ছে না সেটি সরাসরিই জানিয়ে দিয়েছেন তিনি। নান্নুর কথা অনুযায়ী বর্তমানে জাতীয় দলে আশরাফুলের থেকে অনেক ভালো ক্রিকেটার আছে বিধায় তাঁর সুযোগ পাওয়ার বিষয়টি নিতান্তই দুরাশা ছাড়া কিছুই নয়। নান্নুর ভাষায়,

'বয়স কোন বিষয় না। আপনার যদি ফিটনেস আন্তর্জাতিক ক্রিকেটের মানের হয় তাহলে যে কোন প্লেয়ারই আসতে পারে। যেহেতু অনেক বয়স হয়ে গেছে আর বয়সের ব্যাপার আছে। তারপরও আমি বলব সে আমাদের দেশের জন্য অনেক ভালো ক্রিকেট খেলেছে। তার তো অবশ্যই সামর্থ্য আছে। তবে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। এই মুহূর্তে যদি বলতে হয় তাহলে বলব, এই মুহূর্তে দলে কোন জায়গা নেই।'

শুধু তাই নয়, আশরাফুলের ফিটনেস সম্পর্কেও খুব বেশি ধারণা নেই নান্নুর। দেশের হয়ে খেলার সুযোগ পেতে হলে ফিটনেসের নিয়ে অনেক কাজ করতে হবে দেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানকে। বিশেষ করে জাতীয় দলের ক্রিকেটারদের মতো ফিটনেস থাকতে হবে আশরাফুলকে। আর তবেই বিবেচনা করা হতে পারে তাঁকে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। এক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটের পারফর্মেন্সও হবে একটি মূল প্রভাবক উল্লেখ করে নান্নুর বক্তব্য, 

'আমাদের যেই ফিটনেস লেভেল আছে, এইচপি থেকে শুরু করে এ দল ও জাতীয় দলের ফিটনেসের সাথে কিন্তু সে অ্যাটাচড না। এই জায়গায় আসতে হলে তাকে কিছু সময় দিতে হবে। এই লেভেলটা যদি থাকে তাহলে চিন্তা করা যাবে। সুতরাং এই মুহূর্তে আমরা চিন্তা ভাবনা করছি না। ফিটনেসটা জাতীয় দলের ক্রিকেটারদের পর্যায়ে আনতে হবে। আর পারফর্মেন্সটা অন্যদের তুলনায় অনেক ভালো হতে হবে। কারণ, সে যেই জায়গায় ব্যাট করে সেই জায়গায় অনেক ক্রিকেটার স্থায়ী হয়ে গেছে। জাতীয় দলের জন্য কোন প্লেয়ারকে যদি দেখা হয়, তাকে বিশেষ পারফর্মেন্স করেই আসতে হবে।'