বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

জোড়া ট্রফি নিয়ে দেশে ফিরল টাইগাররা

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 09:50 বৃহস্পতিবার, 09 আগস্ট, 2018

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজের হোয়াইটওয়াশ হয়ে সফর শুরু করলেও ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জিতে বড় সফল্ল্য নিয়ে ঘরে ফিরলো টাইগাররা।

টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পর বাংলাদেশকে ২-১ ব্যবধানে ওয়ানডে  সিরিজ জিতিয়ে আত্মবিশ্বাস ফেরান মাশরাফি মর্তুজা। এরপর সাকিব আল হাসান টাইগারদের টি-টুয়েন্টি সিরিজ জেতান একই ব্যবধানে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ফ্লোরিডায়। সোমবার বাংলাদেশ সময় সকালে ম্যাচ শেষ করার পরদিন অর্থাৎ মঙ্গলবার সকালেই এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে চেপে বসেছে বাংলাদেশ দল।

যদিও টাইগারদের সিনিয়র খেলোয়াড়দের অনেকেই দলের সঙ্গে ফেরেননি। ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা ৫০ ওভারের সিরিজ শেষ করে পরিবার সমেত গেছেন যুক্তরাষ্ট্রে। সেখানে ছুটি কাটিয়ে বেশ কিছুদিন পর দেশে ফিরবেন তিনি।

দেশে ফেরেননি টাইগার ওপেনার তামিম ইকবাল ও মুশফিকুর রহীমও। আরেক টাইগার ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে খেলতে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছেন।