মমিনুলের রেকর্ড

বিধ্বংসী মমিনুলের প্রাপ্তি-অপ্রাপ্তি

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 21:18 বুধবার, 08 আগস্ট, 2018

ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে খুবই বাজে সময় কেটেছে টাইগার ব্যাটসম্যান মমিনুল হকের। দুইটি টেস্টের কোনটিতেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। 

বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক হয়ে গিয়েছেন আয়ারল্যান্ডে। সেখানেও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারছিলেন না তিনি। প্রথম তিন ম্যাচে তেমন না জ্বলে উঠলেও সিরিজের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মমিনুল। 

১৩৩ বলে ২৭ টি চার ও তিনটি বিশাল ছক্কায় ১৮২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। রানআউট হয়ে ফিরে না গেলে এদিনে হয়তো ডাবল সেঞ্চুরির দেখাও পেয়ে যেতেন মমিনুল। 

তবে এই সেঞ্চুরিতে বেশ কিছু প্রাপ্তি-অপ্রাপ্তি আছে মমিনুলের। ক্যারিয়ার সেরা রান করেও অল্পের জন্য বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেননি তিনি।

টপকাতে পারেননি গত বছরের ডিপিএলে আবাহনীর বিপক্ষে রাকিবুল হাসানের করা ১৯০ রানের ইনিংসটি। তবে ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করা তামিম ইকবালের ১৫৪ রানের রেকর্ড ভেঙ্গেছেন ঠিকই। এটাই এখন বিদেশের মাটিতে লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশী কারো সর্বোচ্চ রানের রেকর্ড।

এছাড়া এদিনে ২৭ টি চার মেরেছেন মমিনুল। লিস্ট 'এ' ক্রিকেটে এতো বেশি চার হাঁকিয়ে ইনিংস খেলেননি কেউই। আগে সর্বোচ্চ ২১ টি চারে ইনিংস খেলেছেন নাফিস ইকবাল (২০১৩ সালের ডিপিএলে)।

এদিকে মমিনুলের রেকর্ডের দিনে রেকর্ড হয়েছে বাংলাদেশেরও। এদিনে চার উইকেট হারিয়ে ৩৮৫ রান করেছে বাংলাদেশ 'এ' দল, যা লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ।