অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

বাংলাদেশের মাটিতে এশিয়া কাপ সেপ্টেম্বরে

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 17:14 সোমবার, 30 জুলাই, 2018

আগামী ২৭ই সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। এই উপলক্ষে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজের সূচিও এর মধ্যেই তৈরি করা হয়েছে।

দ্রুতই এই সিরিজের সূচি ঘোষণা করবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে।

এছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজারের আরও দুটি ভেন্যুতে খেলা হবে। এই আসরকে সামনে রেখে ইতিমধ্যেই তিন সপ্তাহ অনুশীলন করেছে বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটারেরা। আপাতত আগস্ট মাসের ১০ তারিখ পর্যন্ত অনুশীলন করবে তারা।

এরপরে ইদের ছুটি কাটিয়ে সেপ্টেম্বরের আগেই অনুশীলনে ফিরবে দলটি। দুটি গ্রুপে বিভক্ত হয়ে মোট আটটি দল লড়বে জুনিয়র ক্রিকেটারদের এই আসরে। ৮ই অক্টোবরের ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই আসর।

বাংলাদেশ ছাড়া আসরের বাকি দলগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, নেপাল, হংকং এবং আরব আমিরাত।