সুজনের প্রেস

এদেশের ক্রিকেটারদের গেম সেন্সের অভাব- সুজন

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 17:36 শনিবার, 28 জুলাই, 2018

এদেশে প্রতিভাবান ক্রিকেটারদের প্রাচুর্য যথেষ্ট থাকলেও দুঃখের বিষয় হলো তাদের বেশিরভাগই অকালে হারিয়ে যায় সুষ্ঠু তত্ত্বাবধানের অভাবে। আরেকটি বিষয় হলো দেশের তরুণ ক্রিকেটারদের প্রতিভা থাকলেও তাদের ক্রিকেটীয় জ্ঞানের রয়েছে যথেষ্ট অভাব।

তার ওপর আগের থেকে এখন আরও অনেক কম ম্যাচ খেলার সুযোগ পান তরুণ ক্রিকেটাররা। আর এই কারণে ক্রিকেটের উন্নতি প্রতিনিয়তই বাঁধাগ্রস্ত হওয়ার সাথে সাথে সকলের পরিশ্রমও মাটি হচ্ছে।

এই প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার কাম সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন এই কম খেলার বিষয়টিই বর্তমানে হুমকি হয়ে দাঁড়িয়েছে দেশের ক্রিকেটের উন্নয়নে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দেশের বিভিন্ন জেলার কোচদের নিয়ে আয়োজিত এক সভায় সুজন বলেছেন,

'ম্যাচ খেলার সংখ্যা কমে গেছে আগের থেকে। এর জন্য এটি আমাদের জন্য অনেক বড় একটি হুমকি হয়ে গিয়েছে। প্রত্যেকটি জেলার ক্রিকেটাররা কিন্তু অনেক কষ্ট করে। তারা অনেক বেশি পরিশ্রমী এবং কষ্ট করে। কিন্তু সবথেকে বড় সমস্যা হলো তাদের খেলার সেন্সের অনেক বেশি অভাব। খেলার সবথেকে বড় বিষয় হলো গেম সেন্স। বিদেশী কোচেরা আসলেও একই কথা বলে থাকেন যে এদেশের ক্রিকেটারদের সেন্সের যথেষ্ট অভাব।'

কম ম্যাচ খেলার কারণেই যে এই বিষয়টি তৈরি হয়েছে সকলের মধ্যে এর সত্যতা সরেজমিনে গেলেই প্রমাণ পাওয়া যায় হাতে নাতে। এক্ষেত্রে বিসিবির করণীয় হলো ক্রিকেটারদের বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেয়া এবং উৎসাহ প্রদান করা। সুজন নিজেও এই বিষয়টি মানছেন। তিনি বলেছেন,

'আপনি দেখবেন যখন বিদেশী কোচেরা আসে তখন একটাই অভিযোগ করে যে আমাদের ক্রিকেটারদের জ্ঞান কম, গেম সেন্স কম। একটাই কারণ যে আমাদের ছেলেরা এখন অনেক কম ম্যাচ খেলছে। বোর্ড থেকে আমার মনে হয় তাদের উৎসাহ দেয়া উচিৎ অন্তত লীগগুলো আয়োজন করানোর জন্য যেন তরুণ ছেলেগুলো ম্যাচ খেলতে পারবে বেশি। আর যতোই ম্যাচ খেলবে ততো গেম সেন্স আরো বাড়বে এবং এটি ক্রিকেটকে দারুণভাবে সাহায্য করবে।'