ম্যাচ রিপোর্ট

দাপুটে জয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 23:11 বৃহস্পতিবার, 12 জুলাই, 2018

নারী টি২০ বিশ্বকাপের বাছাই পর্বে স্কটল্যান্ডকে ৪৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এই জয়ের মধ্য দিয়ে টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা।

এই ম্যাচে আগে ব্যাট করে ১২৫ রানের মাঝারি পুঁজি পায় বাংলাদেশ দল। শামীমা সুলতানার ২২, আয়েশা রহমানের ২০ ও নিগার সুলতানার ৩১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৫ রানের পুঁজি পায় টাইগ্রেসরা।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কটল্যান্ড সংগ্রহ করে ৭ উইকেট হারিয়ে ৭৬ রান। ফলে ৪৯ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্কটিশ নারী দলকে। বাংলাদেশ দলের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন রুমানা আহমেদ ও নাহিদা খাতুন।

১ টি করে উইকেট গেছে ফাহিমা খাতুন ও সালমা খাতুনের ঝুলিতে। এর আগে গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ দল। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।

এদিকে, নারী টি২০ বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনাল আগেই নিশ্চিত করেছে আয়ারল্যান্ড নারী দল। ১৪ জুলাই তাদের বিপক্ষেই মাঠে নামবে বাংলাদেশ নারী দল।