উইন্ডিজ-লঙ্কা টেস্ট

ড্র হলো রোমাঞ্চকর সেন্ট লুসিয়া টেস্ট

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 13:39 মঙ্গলবার, 19 জুন, 2018

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৫৩

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩০০

শ্রীলঙ্কা ২য় ইনিংস: (আগের দিন শেষে ৩৩৪/৮) ৯১.৪ ওভারে ৩৪২ (পেরেরা ২০, উদয়াত্তে ১৯, রাজিথা ০, ডি সিলভা ৩, মেন্ডিস ৮৭, চান্দিমাল ৩৯, সিলভা ৪৮, ডিকভেলা ৬২, দনঞ্জয়া ২৩, লাকমল ৭, কুমারা ০*; রোচ ২/৭৮, গ্যাব্রিয়েল ৮/৬২, হোল্ডার ০/৩৮, কামিন্স ০/৪৪, বিশু ০/৫৮, চেইস ০/৩৮, ব্র্যাথওয়েট ০/৪)

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ২৯৬) ৬০.৩ ওভারে ১৪৭/৫ (ব্র্যাথওয়েট ৫৯*, স্মিথ ১, পাওয়ালে ২, হোপ ৩৯, চেইস ১৩, ডাওরিচ ৮, হোল্ডার ১৫*; লাকমল ২/৪৮, রাজিথা ২/২৩, কুমারা ০/২৮, দনঞ্জয়া ১/৩৩, ডি সিলভা ০/৫)

ফল: ম্যাচ ড্র

ড্র হয়েছে সেন্ট লুসিয়া টেস্ট। আর এই ড্র'য়ের ফলে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রইলো উইন্ডিজরা। সিরিজের প্রথম টেস্টে জয় পেয়েছিল স্বাগতিকরা।

চতুর্থ ইনিংসে জয়ের জন্য উইন্ডিজদের ২৯৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় লঙ্কানরা। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৭ রান যোগ করে উইন্ডিজরা।

এরপরই দু'দলের সম্মতিতে আম্পায়াররা ম্যাচের ফলাফল ড্র ঘোষণা করেন। ক্রেইগ ব্রাথওয়েট ৫৯ রান নিয়ে ক্রিজে অপরাজিত থাকেন। লঙ্কানদের হয়ে সুরাঙ্গা লাকমাল এবং কুশন রাজিতা নেন ২টি করে উইকেট।

৮ উইকেটে ৩৩৪ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। এদিন অতিথিদের ইনিংস স্থায়ী হয় মোটে ১৬ বল। মাত্র ৮ রান যোগ করেই অলআউট হয় সফরকারীরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন কুশল মেন্ডিস। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৫৩ রানে অলআউট হয়েছিল দীনেশ চান্দিমালের দল।

সেই ইনিংসে দলের হয়ে একাই লড়েছেন চান্দিমাল। তার ব্যাট থেকে এসেছিল ১১৯ রান। জবাবে ৩০০ রান স্কোরবোর্ডে তুলে উইন্ডিজরা।