জিম্বাবুয়ে, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার ত্রিদেশীয় সিরিজ

জিম্বাবুয়ে ক্রিকেটের কালো মেঘ কাটছেই না

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 22:53 বৃহস্পতিবার, 14 জুন, 2018

জুলাই মাসের শুরতেই জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে অংশ নিবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া দল। যদিও গত বুধবার আশা জাগানিয়া সংবাদ এসেছিল জিম্বাবুয়ের ক্রিকেট প্রাঙ্গণে, তবে এবার হুমকির মুখে সেই সিরিজটি।

উল্লেখ্য, এই সিরিজটি বয়কটের হুমকি দিয়েছিল জিম্বাবুয়ের ক্রিকেটাররাই। জিম্বাবুয়ের ক্রিকেটাররা তাদের বোর্ডের কাছ থেকে শেষ তিন মাসের কোনো পারিশ্রমিক পায়নি। এছাড়া গত বছরের কিছু ম্যাচ ফি'ও তারা পায়নি। 

একারণেই ক্ষেপেছিল জিম্বাবুয়ের ক্রিকেটাররা। বোর্ডকে আল্টিমেটামও দিয়েছিল তারা। চলতি মাসের ২৫ তারিখের মধ্যে পারিশ্রমিক না পেলে সিরিজ বয়কটের হুমকি দিয়েছিল তারা।

তবে জিম্বাবুয়ে ক্রিকেট আল্টিমেটাম পেয়েই এক মাসের পারিশ্রমিক দিয়েছে ক্রিকেটারদের। আর গত বুধবার দিন জিম্বাবুয়ে ক্রিকেটারদের একটি সূত্র ক্রিকইনফোকে জানিয়েছিল, আল্টিমেটাম উঠিয়ে দিয়ে মাঠে ফিরতে আগ্রহী তারা। 

কেননা ইতিমধ্যেই নিজেদের 'শেষ' দেখছে জিম্বাবুয়ে। আন্তর্জাতিক অঙ্গনে খেলার খুব একটা সুযোগ হয়না তাদের। আসন্ন ত্রিদেশীয় সিরিজটিকে সুযোগ হিসেবেই নিতে চায় তারা, বলে সূত্রটি জানিয়েছিল।

এক মাসের পারিশ্রমিক পরিশোধের পর জিম্বাবুয়ে ক্রিকেট থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা হয়নি বলে কিছুটা হতাশ তারা। পারিশ্রমিক ইস্যুতে তারা জিম্বাবুয়ে ক্রিকেট থেকে লিখিত পত্র চায়; সূত্রটি আরও জানিয়েছিল।

কিন্তু এই বৃহস্পতিবার সূত্রটি আবার জানিয়েছে, আগের অবস্থানেই অনড় জিম্বাবুয়ের ক্রিকেটাররা। তারা তাদের আইনজীবীর সঙ্গে পরামর্শ করেছে এবং ২৫ তারিখের আল্টিমেটামকেই প্রাধান্য দিয়েছে।

এদিকে এরই মধ্যে জিম্বাবুয়ে দলে যোগ দেওয়ার কথা দলের নবনিযুক্ত কোচ লালচান্দ রাজপুতের। নতুন কোচ যোগ দেওয়ার পরে প্রস্তুতি ম্যাচের আয়োজন করছে জিম্বাবুয়ে ক্রিকেট। এই ম্যাচে অবশ্য পারিশ্রমিক না পাওয়া ক্রিকেটাররা খেলবেন।

প্রস্তুতি ম্যাচের জন্য গত শুক্রবার দুটি দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। টি-টুয়েন্টি প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের অভ্যন্তরীণ দুটি দলের সঙ্গে তৃতীয় দল হিসেবে থাকবে কেনিয়া। 

তবে বোর্ডের ঘোষিত এই দুটি দলে জায়গা পাননি জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমার। সিকান্দার রাজা আর ব্লেসিং মুজারাবানিও জায়গা পাননি, কেননা বিদেশের ক্লাবে খেলছেন এই দুজন। তবে ক্রিমার জায়গা না পাওয়ার কারণ ঘোষণা করেনি বোর্ড।

জিম্বাবুয়ে স্কোয়াড১: ডোনাল্ড তিরিপানো, কেভিন কাসুজা, ব্রায়ান চ্যারি, ক্রিস্টোফার এমপোফু, শন উইলিয়ামস, আর্নেস্ট মাসুকু, তরিকাইস মুসাকান্দা, কাইল জার্ভিস, ব্রেন্ডন টেইলর, রায়ান বার্ল, রুগার ম্যাগিরা, লিয়াম রোচ, তফাদজওয়া সেগা, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চিসোরো।

জিম্বাবুয়ে স্কোয়াড২: তিনাশে কামুহুকমওয়ে, চামুনারভা চিবাবা, হ্যামিল্টন মাসাকাদজা, এলটন চিগুম্বুরা, প্রিন্স মাসভরে, পিটার মুর, তেন্ডাই চাতারা, রিচার্ড নাগারাভা, রায়ান মুরে, ব্র্যান্ডন মাভুতা, জন নিম্বু, নৈশা মায়াবো, মোহাম্মদ ফারাজ আকরাম, নাটাসাই মশংয়ে।