শ্রীলঙ্কা ক্রিকেট

লঙ্কান ক্রিকেট বোর্ডে যোগ দিচ্ছেন সাঙ্গাকারা-জয়াবর্ধনেরা

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:11 বৃহস্পতিবার, 14 জুন, 2018

শ্রীলঙ্কান ক্রিকেটের দুঃসময় চলছে। আদালতের নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট বোর্ডের নির্বাচন আটকে আছে। এরই মধ্যে বোর্ডের সব নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে লঙ্কান সরকার। এই দুঃসময়ে লঙ্কান ক্রিকেট কিংবদন্তীদের স্মরণাপন্ন হচ্ছে সরকার।

শ্রীলঙ্কা সরকারের প্রাদেশিক কাউন্সিলের মন্ত্রী, স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা ফয়জল মোস্তফা শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তী কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, মুত্তিয়া মুরালিধরন, আরবিন্দা ডি সিলভা এবং রোশান মাহানামাকে শ্রীলঙ্কার ক্রিকেটের (এসএলসি) উপদেষ্টা হওয়ার জন্য অনুরোধ করেছেন।  তিনি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বলেছেন,

"যত দ্রুত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্বাচন আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু আজকে কোর্টের আদেশের ফল স্বরূপ আমরা এতো তাড়াতাড়ি পারবো না। আমি বাধ্য হয়েই আমার সক্ষমতার সর্বোচ্চটা দেয়ার  চেষ্টা করছি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের জন্য। এই প্রসঙ্গে আমি সবার সাহায্য চাই। আমি সাঙ্গা, মাহেলা, মুরলি, অরভিন্দ ও রোশানকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের হাই পারফর মেন্স সম্পর্কিত উপদেষ্টা হওয়ার জন্য অনুরোধ করছি।"

শ্রীলঙ্কান ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা, মন্ত্রীকে লেখা এক চিঠিতে লঙ্কান নির্বাচকদের সাথে এই কিংবদন্তীদের বোর্ডের গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত নেয়ার জন্য গুরুত্ব আরোপ করেছেন ।

শ্রীলঙ্কা জাতীয় দলের নির্বাচকরা স্পিন বোলারদের সাহায্য করার জন্য উপদেষ্টা হিসেবে মুত্তিয়া মুরালিধরনকে কাজ করার অনুরোধ করেছেন। এদিকে গত ডিসেম্বরে, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা এবং আরবিন্দ্র দে সিলভা ঘরোয়া ক্রিকেটের উন্নতির জন্য একটি বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছিলেন। যা এখন ক্রীড়া মন্ত্রী দায়াদিকি জয়াসিকারার হাতে আছে।