ভারত-আফগানিস্তান টেস্ট

অভিষেক টেস্টের শেষ বিকেলে আফগান বোলারদের দাপট

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:16 বৃহস্পতিবার, 14 জুন, 2018

সাদা পোষাকের ক্রিকেটে আফগানিস্তানের পথচলা শুরু হয়েছে আজ। দ্বাদশ দেশ হিসেবে ভারতের বেঙ্গালুরুতে অভিষেক হয়েছে আফগানদের। অভিষেক ম্যাচের শুরুটা ভালো হতে দেননি ভারতীয় ব্যাটসম্যানরা।

তবে, দিনের শেষটা দুর্দান্ত বোলিংয়ে রাঙিয়েছেন আফগান বোলাররা। দিনের শুরুতে ভারতের অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান নিজের ব্যাট রাঙিয়েছেন রেকর্ডে। টেস্ট ইতিহাসের মাত্র ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনেই সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি।

দারুণ মাইলফলক স্পর্শ করে ইয়ামিন আহমদযাইয়ের বলে মোহাম্মদ নবীকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। আরেক ওপেনার মুরালী বিজয়ও দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়ে ফিরেছেন ১০৬ রান করে। ওয়ানডাউন ব্যাটসম্যান লোকেশ রাহুলের ব্যাট থেকে এসেছে ৫৪ রানের ইনিংস।

দিনের শেষ দিকে ভারতীয়রা আরও তিন উইকেট হারিয়েছে, পুজারা ৩৫, আজিঙ্কা রাহানে ১০ ও দীনেশ কার্তিক মাত্র ৪ রান করে আউট হয়েছেন। ফলে প্রথম দিনে শেষে ভারতীয়দের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেট হারিয়ে ৩৪৭ রান।

দিন শেষে হার্দিক পান্ডিয়া ১০ ও রবিচন্দ্রন অশ্বিন ৭ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। আফগানিস্তানের হয়ে ২ টি উইকেট নিয়েছেন ইয়ামিন আহমদযাই। ওয়াফাদার, রশিদ ও মুজিব ১ টি করে উইকেট দখল করেছেন।