শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল

লঙ্কান কোচের পদত্যাগ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 16:30 বৃহস্পতিবার, 14 জুন, 2018

শ্রীলঙ্কা নারী দলের কোচ হেমন্ত দেবপ্রিয় পদত্যাগ করেছেন। জানা গেছে ব্যক্তিগত কারণ দেখিয়ে লঙ্কান নারী দলের দায়িত্ব ছেড়েছেন তিনি। ২০১৬ সালের অক্টোবরে তিনি শ্রীলঙ্কা দলের সাথে যোগ দিয়েছিলেন।

হেমন্তর সাথে দুই বছরের চুক্তি ছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত নারী টি২০ বিশ্বকাপের ৫ মাস আগেই তিনি দায়িত্ব ছাড়লেন দলটির। তার অধীনে শ্রীলঙ্কা নারী দল ৩৪ টি ম্যাচ খেলেছে।

এর মধ্যে মাত্র ৭ টি ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কার মেয়েরা। গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে ৭ টি ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা নারী দল। এর মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছিল তারা।

সদ্য শেষ হওয়া মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে ৫ ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জয় তুলে নিতে পেরেছে লঙ্কান মেয়েরা। আর চতুর্থ অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে তারা।

চলতি বছর ব্যস্ত সিরিজ সূচি রয়েছে শ্রীলঙ্কা নারী দলের। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলবে তারা। আসন্ন এই সিরিজের আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় লঙ্কান ক্রিকেট বোর্ড।

এই প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জানিয়েছেন, "দেবপ্রিয়কে তার সেবার জন্য ধন্যবাদ। শ্রীলঙ্কা নারী দলকে এগিয়ে নেয়ার জন্য খুব দ্রুতই আমরা নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া শুরু করবো।"