শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

সিরিজে টিকে থাকার মিশন লঙ্কানদের

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 16:03 বৃহস্পতিবার, 14 জুন, 2018

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার মাঠে নামছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। সিরিজের প্রথম ম্যাচে হেরে ইতিমধ্যে সিরিজে পিছিয়ে গেছে সফরকারী লঙ্কানরা।

সিরিজের প্রথম ম্যাচে তারা ক্যারিবিয়ানদের বিপক্ষে  ২২৬ রানের বড় ব্যবধানে হেরেছে। ফলে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে শ্রীলঙ্কা।

ব্যাক্তিগত কারণে সিরিজের বাকি ম্যাচগুলোতে অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে পাচ্ছে না তারা। সিরিজের প্রথম ম্যাচে ১১ ও ৩১ রান করেছিলেন তিনি। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি কাটিয়ে চলতি সিরিজেই দীর্ঘ পাঁচ মাস পর মাঠে ফিরেছিলেন তিনি।

এদিকে সিরিজের প্রথম ম্যাচের আগেই অনুশীলনে আঙ্গুলে ব্যাথা পেয়েছিলেন ব্যাটসম্যান লাহিরু গ্যামেজ। ম্যাথিউসের পরিবর্তে খেলার কথা রয়েছে ধনঞ্জয়া ডি সিলভা বা মাহেলা উদয়াত্তের। আর গ্যামেজের পরিবর্তে খেলবেন অসিথ ফার্নান্দো।

চান্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নেয়ার পর সাদা পোষাকের ক্রিকেটে বেশ দারুণ ফর্মেই আছে লঙ্কানরা। বাংলাদেশের মাটিতে তারা ১-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। উইন্ডিজ সফরেও সেই পারফরমেন্স ধরে রাখতে মরিয়া হাথুরুসিংহের শীর্ষ্যরা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কিরণ পাওয়েল, শাই হোপ, রস্টন চেজ, শেন ডওরিচ, জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, 9মিগুয়েল কামিন্স, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।

শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): কুশাল মেন্ডিস, মাহেলা উদয়াত্তে, ধনঞ্জয়া ডি সিলভা, রোশেন সিলভা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক),  কুশল পেরেরা, 7 নিরোশান ডিকওয়ালা, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমল, আকিলা ধনঞ্জয়া, লাহিড়ু কুমার।