ভারত বনাম আফগানিস্তান

আফগানদের বিপক্ষে রেকর্ড বুকে ধাওয়ান

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 03:33 শুক্রবার, 15 জুন, 2018

ভারতের বিপক্ষে টেস্টের সাদা পোশাকে প্রথমবারের মতো খেলতে নেমেছে আফগানিস্তান। তবে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত ঐতিহাসিক এই টেস্টে খুব একটা সুবিধা করতে পারেননি আফগান বোলাররা।

টসে হেরে ফিল্ডিং করতে নেমে দুই ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান এবং মুরলি বিজয়ের ১৬৮ রানের উদ্বোধনী জুটিতে অনেকটাই দিশেহারা অবস্থার মধ্যে পরতে হয় আসগর স্ট্যানিকজাইয়ের দলটিকে।

এদিকে আফগান বোলারদের বেধড়ক পিটিয়ে দ্রুতই নিজের সেঞ্চুরি তুলে নিয়েছেন ধাওয়ান। মাত্র ৯৬ বলে ১০৭ রানের ঝড়ো একটি ইনিংস খেলেছেন তিনি। যেখানে ছিলো ৩টি ছয় এবং ১৯টি চার।

লাঞ্চ বিরতির আগেই সেঞ্চুরি হাঁকিয়ে এরই মধ্যে দারুণ একটি রেকর্ডে নাম লিখিয়ে ফেলেছেন এই ভারতীয় ওপেনার।

টেস্টের ষষ্ঠ ও প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম দিনের প্রথম সেশনেই শতক তুলে নেয়ার রেকর্ড গড়েছেন ধাওয়ান।

ভারতীয় এই ব্যাটসম্যানের আগে টেস্টের ১৪১ বছরের ইতিহাসে মোট ছয়জন ব্যাটসম্যান মাত্র লাঞ্চের আগে সেঞ্চুরি হাঁকানোর নজীর রেখেছিলেন।

তারা হলেন ভিক্টর ট্রাম্পার, চার্লি ম্যাকার্টনি, স্যার ডন ব্র্যাডম্যান, মাজিদ খান ও ডেভিড ওয়ার্নার। এবার বিরল এক রেকর্ডের ভাগীদার হলেন শিখর ধাওয়ানও।