68 Views
আফগানিস্তান-ভারত

দুর্জয় থেকে স্ট্যানিকজাই

জুবাইর
Published Date: 14 Jun 2018 | Update : 14 Jun 2018

আফগানিস্তান ক্রিকেটের জন্য ঐতিহাসিক মুহূর্ত আজ। ভারতের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে প্রথম টেস্ট খেলছেন দেশটি। নিঃসন্দেহে দেশটির ক্রিকেট ইতিহাসে আজকের দিনটি স্বর্ণাক্ষরে সাজানো থাকবে। 

আজগর স্ট্যানিকজাই ও তার এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকবে। বাংলাদেশ দলও ১৮ বছর আগে টেস্ট ক্রিকেটের নবীন দল হিসেবে আবির্ভূত হয়েছিল। একই প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ দল তাদের প্রথম টেস্ট খেলেছিল। 

সেদিন নাইমুর রহমান দুর্জয়ের দল সৌরভ গাঙ্গুলির ভারতের বিপক্ষে ঢাকায় মাঠে টসে জিতে ব্যাটিং করেছিল। আমিনুল ইসলাম বুলবুলের ১৪৫ রানের নজরকাড়া ইনিংস ও বাশারের ৭১ রানে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান তুলতে সক্ষম হয়।

জবাবে ভারত নিজেদের প্রথম ইনিংসে ৪২৯ রান করে। রমেশ, গাঙ্গুলি ও সুনিল যোশির ফিফটিতে বড় স্কোর পায় ভারত। বাংলাদেশের অধিনায়ক নাইমুর রহমান ছয় উইকেট শিকার করেন।

প্রথম ইনিংস শেষে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বিপদে পড়ে বাংলাদেশ। মাত্র ৯১ রানে অল আউট হয় টেস্ট ক্রিকেটে তৎকালীন নব্য দল। দ্বিতীয় ইনিংসে মাত্র দুইজন ব্যাটসম্যান দুই অংকের ঘর স্পর্শ করে।

ভারতের পেসার শ্রীনাথ ও বাঁহাতি স্পিনার যোশি তিনটি করে উইকেট নিয়ে বাংলাদেশকে ভূপাতিত করেন। শেষ ইনিংসে ছোট পুঁজি তাড়া করতে নেমে এক উইকেট হারিয়ে সহজ জয় পায় ভারত।

ম্যাচ  জুড়ে দারুন পারফর্মেন্সের সুবাদে ম্যাচ সেরা হন  সুনিল যোশি। বাঁহাতি স্পিনে আট উইকেট শিকার করার পর ৯২ রান করেছিলেন তিনি। ২০০০ সালের সেই ঐতিহাসিক ঢাকা টেস্ট থেকে বাংলাদেশ দল অনেক দূর এসেছে।

এবার টেস্ট ক্রিকেটের আঙ্গিনায় আফগানিস্তানের জায়গা পাকা করার পালা। এই যাত্রায় বাংলাদেশের মত আফগানরাও উপমহাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি ও দল হিসেবে পরিচিত ভারতকে পাশে পাচ্ছে।


বিপিএল-৫

জাকির হাসানকে চেনেন তো?

রাজশাহী কিংসের হয়ে বিপিএল অভিষেক ম্যাচের সব আলো কেড়ে নিলেন সদ্য ঊনিশ পার করা উইকেট কিপার ব্যাটসম্যান জাকির হাসান...
27804 Views

হাথুরু সমাচার

হাথুরুসিংহের শেষ পলিটিক্স

বাংলাদেশ ক্রিকেট দলকে হাথুরুসিংহে কী কী শিখিয়েছেন, সেটা আস্তেধীরে বোঝা যাবে; সময় বলে দেবে। তবে বাংলাদেশ থেকে একট...
23582 Views

ম্যাচ ফিক্সিং

'অ্যাশেজ থেকে শুরু করে বিপিএল, সব টুর্নামেন্টে ফিক্সিং করবো'

 'আপনি বিগ ব্যাশে জাদু দেখতে চান?,' দুবাইয়ের এক হোটেলে ভারতীয় ব্যবসায়ী সোবার্স জোবান ডেইলি সানের গোপন তদন্তকারী ...
22084 Views

আইপিএল-১১

আইপিএল নিলামের প্রথম দিনের পূর্ণাঙ্গ তালিকা

শেষ হয়েছে আইপিএলের ১১তম আসরের প্রথম দিনের নিলাম। প্রথম দিন শেষে সবদলই সন্তুষ্ট বলা যায়। নিজেদের পছন্দের ক্রিকেট...
18570 Views