পাকিস্তান সুপার লীগ (পিএসএল)

পাকিস্তানের মাটিতে ম্যাচসংখ্যা বাড়ছে পিএসএলের

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 23:57 বুধবার, 13 জুন, 2018

আগামী পাকিস্তান সুপার লীগের (পিএসএল) আঁটটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে। পাকিস্তানের মোট তিনটি স্টেডিয়ামে এই ম্যাচগুলো আয়োজন করার কথা ভাবছে পিসিবি।

যদিও পুরো আসরটি প্রতিবারের মতোই আয়োজন করা হবে আরব আমিরাতে। তবে যেকোনো আঁটটি ম্যাচ আয়োজন করা হবে পাকিস্তানে। ভেন্যু হিসেবে করাচি এবং লাহোরই পছন্দ পিসিবির।

এছাড়া অন্য আরেকটি ভেন্যুর ব্যাপারে সন্ধান করছে তারা। পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি ক্রিকইনফোকে এসব কথা জানিয়েছেন। একসময় পুরো পিএসএল পাকিস্তানে হবে বলে বিশ্বাস করেন তিনি।

'এই মুহূর্তে আসলে পুরো পিএসএল পাকিস্তানে আয়োজন করা সম্ভব নয়। তবে একদিন অবশ্যই পুরো পিএসএল পাকিস্তানে হবে। পিএসএলের এক থেকে তৃতীয় আসরে বেশ কয়েকটি ম্যাচ পাকিস্তানে হয়েছে। আশা করছি সামনে আট বা তার বেশি ম্যাচ আমরা পাকিস্তানে আয়োজন করব।'

এদিকে আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না পিসিবির। সম্প্রচার সত্ত্ব সহ আরও বেশ কিছু বিষয়ে মনোমালিন্য আছে তাদের মধ্যে। তবে পিএসএলের বেশীরভাগ ম্যাচ আরব আমিরাতেই হবে এটা নিশ্চিত করেছেন নাজাম শেঠি।