নারী এশিয়া কাপ

শেষ ওভারেও আত্মবিশ্বাসী ছিলেন সালমারা

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:49 রবিবার, 10 জুন, 2018

নারী এশিয়া কাপের শিরোপাটা নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছিল ভারতের মেয়েরা। গত ছয় আসরেই শিরোপা নিজেদের ঘরে তুলেছে তারা। তাদের হারিয়েই এবার নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপেই গ্রুপ পর্বে ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল সালমা-রুমানারা। এটাই ফাইনালে ভারতীয়দের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাস যুগিয়েছে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন।

দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,  "আমরা খেলোয়াড়েরা অনেক আশাবাদী ছিলাম। এই টুর্নামেন্টেই ওদের একবার হারিয়েছিলাম। আমাদের মধ্যে একটি আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। দেশ থেকে বলে এসেছিলাম, ফাইনাল খেলব। সেটা পেরেছি। ফাইনালে আমাদের কিন্তু হারানোর কিছু ছিল না। বরং ওদের হারানোর ছিল অনেক। ওরা সব সময়ই এশিয়া কাপ জিতে আসছে। ওরা অনেক চাপে ছিল, আমাদের কোনো চাপ ছিল না।"

পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো করেছে বাংলাদেশের মেয়েরা। ফাইনালে বাংলাদেশের দারুণ ফিল্ডিং নজর কেড়েছে সবার। সালমা মনে করেন তিন বিভাগেই ভালো করতে পারায় ম্যাচের ফল বাংলাদেশের পক্ষে এসেছে।

"টুর্নামেন্টজুড়ে আমরা তিন বিভাগেই ভালো করেছি। সেটির ধারাবাহিকতা ফাইনালেও ধরে রেখেছি। আজ ব্যাটিংয়ের কথা বিশেষভাবে বলতে হবে। বোলিংটাও অসাধারণ ছিল। টুর্নামেন্টে নিজেদের আগের ম্যাচগুলোর তুলনায় আজ ফিল্ডিংও অনেক ভালো হয়েছে। বলতে পারেন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিনটাতেই ভালো করেছি বলেই ফল আমাদের পক্ষে এসেছে।"

আগে বোলিং করে মাত্র ১১২ রানে ভারতীয়দের আটকে দিয়েছিল বাংলাদেশ। সালমা জানিয়েছেন তার দল আত্মবিশ্বাসী ছিল এই লক্ষ্য টপকিয়ে শিরোপা জেতার। এমনকি শেষ ওভারে যখন ৯ রান দরকার ছিল তখনও মনোবল অটুট ছিল তাদের।

"টি-টোয়েন্টিতে যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা আত্মবিশ্বাসী ছিলাম। যখন আস্কিং রানরেট বেড়ে গেল, তখনো আত্মবিশ্বাস ছিল এই ম্যাচটা জিতব। যখন ১ ওভারে ৯ রান দরকার, তখনো সবাই আত্মবিশ্বাসী ছিলাম যে হয়ে যাবে। টি-টোয়েন্টিতে এটা খুব সম্ভব।"