বিসিবির মিটিং

ব্যাটিং-ফিল্ডিং কোচ নিয়ে সিদ্ধান্ত সোমবার!

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 17:32 রবিবার, 10 জুন, 2018

বাংলাদেশ দলের সাবেক কোচ চান্ডিকা হাতুরুসিংহে এবং সহকারী কোচ রিচার্ড হ্যালসল ইস্তফা দেয়ার পর সিনিয়র ক্রিকেটাররা নিজেরা নিজেদের ব্যাটিং-ফিল্ডিং নিয়ে কাজ করেছেন। তাদের ছাড়াই সবশেষ নিদাহাস ট্রফিতে খেলেছে বাংলাদেশ দল।

যদিও দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ খেলতে যাওয়ার আগে বিসিবির কোচ সোহেল ইসলামের অধীনে ফিল্ডিং অনুশীলন করেছেন সাকিবরা। তবে এই জায়গায় বিদেশী কাউকে স্থায়ী ভাবে নিয়োগ দেয়ার পরিকল্পনা রয়েছে বিসিবির।

সম্প্রতি সাবেক ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান স্টিভ রোডসকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিলেও বিশেষজ্ঞ ব্যাটিং ও ফিল্ডিং কোচ নিয়োগ দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সধারণ সভা অনুষ্ঠিত হবে। এই সভার মূল এজেন্ডা হতে পারে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং ও ফিল্ডিং কোচ প্রসঙ্গ। এদিনই এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন বোর্ড কর্তারা।

তাছাড়া, রবিবার ভারতকে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী দল। শিরোপা জয়ী নারী দলকে পুরস্কৃত করার বিষয়টি নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন।

'আমি আবারো বলছি এটি অবশ্যই একটি দারুণ অর্জন বাংলাদেশের ক্রিকেট এবং মহিলা ক্রিকেটের জন্য। আমাদের আগামীকাল বোর্ড মিটিং আছে, সেখানে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবো।'